বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দুর্নীতি ও অর্থ পাচার রোধ হওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে নিরলস প্রচেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেছেন।
আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ বিশ্ব কনফারেন্স সিরিজ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর।
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া অর্থের ৮০ শতাংশ ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। বাকি ৬০০ কোটি টাকা ফিরিয়ে আনতে নিউইয়র্ক কোর্টে মামলা চলছে। এ বিষয়ে প্রবাসীদের সহযোগিতা এবং বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।
গভর্নর আরও বলেন, গত পাঁচ মাসে রেমিট্যান্স প্রবাহ তিন বিলিয়ন ডলার এবং রপ্তানি আয় ২.৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের রিজার্ভ চার মাসের আমদানির জন্য যথেষ্ট, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, বাংলাদেশের মতো অর্থ লোপাট ও পাচারের ঘটনা বিশ্বে বিরল। এর ফলে জনগণ ব্যাংকিং খাতে আস্থা হারিয়েছে। তবে সঠিক ব্যবস্থাপনা ও আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে এই আস্থা পুনরুদ্ধার সম্ভব। তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের কাছে দলীয় পরিচয় নয়, বরং জাতীয় স্বার্থই প্রাধান্য দেওয়া উচিত। বিদেশে লবিং করার ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।
গভর্নর আশাবাদ ব্যক্ত করেন, পুনর্গঠনের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলো শক্ত অবস্থানে ফিরে আসবে। যেসব অর্থ পাচার হয়েছে তা পুনরুদ্ধারে কাজ অব্যাহত রয়েছে এবং বিদেশিদের সহযোগিতাও পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় নৈতিকতার জায়গা নিশ্চিত হলে জনগণের আস্থা দ্রুত ফিরে আসবে।
thebgbd.com/NIT