ঢাকা | বঙ্গাব্দ

নেইমার-মেসি-সুয়ারেজের পুনর্মিলনীর বিষয়ে মুখ খুললেন মাসচেরানো

মেসি-সুয়ারেজের পর নেইমারকেও আবার দলে টানবে কিনা মায়ামি, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে থাকে। আর সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালেন খোদ নেইমারই।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারি, ২০২৫
নেইমার-মেসি-সুয়ারেজের পুনর্মিলনীর বিষয়ে মুখ খুললেন মাসচেরানো সংগৃহীত

লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগদানের দেড় বছর পেরিয়েছে। সাবেক বার্সেলোনা তারকাকে দলে টানার পর কাতালান দলটির আরও দুই তারকাকে দলে ভিড়িয়েছে মায়ামি। গুঞ্জন উঠেছিল, নেইমারকেও দলে টানতে পারে দলটি। কিন্তু সেই গুঞ্জন এবার উড়িয়ে দিলেন মায়ামির কোচ হ্যাভিয়ের মাসচেরানো।

নেইমার-মেসি-সুয়ারেজের পুনর্মিলনীর বিষয়ে মুখ খুললেন মায়ামি কোচ


নেইমার, মেসি এবং সুয়ারেজ। তিন ভিন্ন দেশের এই তারকারা বার্সেলোনার হয়ে একসময় মাঠ মাতিয়েছেন। আক্রমণভাগেই এই ত্রয়ী তখন বিশ্বের যোকোনো প্রতিপক্ষের জন্য হুমকিস্বরূপ ছিল। চলতি মৌসুমে সুয়ারেজ মায়ামিতে যোগ দেয়ায় মেসি-সুয়ারেজ আবার নতুন করে একত্র হয়েছেন। তবে নেইমার রয়ে গেছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। 

 

চলতি মৌসুম শেষে নেইমারের সঙ্গে আর চুক্তি বাড়াতে চাইছে না আল হিলাল। দলটির এমন সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা। মেসি-সুয়ারেজের পর নেইমারকেও আবার দলে টানবে কিনা মায়ামি, এমন গুঞ্জন ছড়িয়ে পড়তে থাকে। আর সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালেন খোদ নেইমারই। কিছুদিন আগে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে আবারও মেসি-সুয়ারেজের সঙ্গে একত্র হওয়ার ইঙ্গিত দেন নেইমার।  


তবে ডালপালা মেলার আগেই সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ হ্যাভিয়ের মাসচেরানো। এমএলএস মিডিয়া ইভেন্টে দেয়া সাক্ষাৎকারে নেইমারের ইন্টার মায়ামিতে যোগ দেয়া একেবারেই অসম্ভব বলে জানান তিনি। মূলত উচ্চ বেতনের নেইমারকে দলে ভেড়াতে হলে ইন্টার মায়ামিকে ছাড়তে হবে বেশ কয়েকজন ফুটবলার, যা ক্লাবটির পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়।

 

এ প্রসঙ্গে মাসচেরানো বলেন, 'নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। বিশ্বের সব দল তাকে চায়। কিন্তু এই মুহূর্তে এমএলএসের বেতন সংক্রান্ত নিয়ম আপনারা জানেন। ফলে এখন তাকে নিয়ে ভাবা অসম্ভব।'

 

নেইমারের মায়ামিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন সুয়ারেজও। তিনি বলেন, 'খেলোয়াড় হিসেবে নেইমার কেমন সেটা সবাই জানে। একসঙ্গে আমরা কি করেছি তাও সবার জানা। তার মতো ফুটবলার দলে দলের মান অনেকটাই বাড়িয়ে দেয়। তবে এখন আমরা ভিন্ন এক যুগে আছি। তখনকার সময়ের চেয়ে এখন আমরা অনেক বুড়ো। সে যেমনটা বলেছে এবং সবাই যেমন বলে, ফুটবলে যেকোনো কিছু হতে পারে। আশা এবং প্রত্যাশা সব সময় থাকে। কিন্তু সেসবকে বাস্তবায়ন করা জটিল এবং কঠিন।'    


thebgbd.com/NIT