ঢাকা | বঙ্গাব্দ

ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনিসিউস

পর্তুগালের দ্বিতীয় সারির একটি ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনি।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ জানুয়ারি, ২০২৫
ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনিসিউস ভিনিসিউস জুনিয়র ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান।

 ফুটবল খেলছেন, আবার ক্লাবের মালিকানা আছে—এমন নজির হাতেগোনা কয়েকটাই হয়তো পাওয়া যাবে। সেই তালিকায় শিগগির ঢুকে যেতে পারে রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের নাম।


চব্বিশ বছর বয়সি ভিনিসিউস জুনিয়রের সামনে এখনও লম্বা ক্যারিয়ার। আরও ৮-১০ বছর ফর্ম ধরে রাখতে পারলে রিয়াল মাদ্রিদ থেকে বছরে প্রায় ২৬১ কোটি টাকা বেতন পাওয়া ভিনি মোটা অঙ্কের আয়ই করবেন। কিন্তু ব্রাজিলিয়ান তারকা তাতে সন্তুষ্ট থাকার পাত্র নন, এখনই বিকল্প আয়ের পথে হাঁটছেন তিনি।


ইএসপিএন ব্রাজিলের তথ্যমতে, পর্তুগালের দ্বিতীয় সারির একটি ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন ভিনি। শুরুতে লেইক্সেস স্পোর্ত ক্লাব বিচেনায় থাকলেও ফোর্বস জানিয়েছে, সম্ভাব্য ক্লাবটির নাম এফসি আলভেরকা। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির আর্থিক জটিলতায় ২০০৫ সালে অবনমন হয়। ১৬ ম্যাচে এখন ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ টেবিলের আটে।


আল ইত্তিহাদের এনগোলো কান্তের মালিকানা আছে বেলজিয়ামের তৃতীয় সারির দল রয়্যাল এক্সেলসিওরে। ফ্রান্সের দ্বিতীয় সারির দল কিনে কিলিয়ান এমবাপ্পের মালিকানা ৮০ শতাংশ। গত বছরের জুলাইয়ে মালিকানা কিনেছিলেন তিনি।


thebgbd.com/NIT