ঢাকা | বঙ্গাব্দ

আউন ‘উপযুক্ত নেতা’: বাইডেন

দুই বছরেরও বেশি রাষ্ট্রপতিশূন্য থাকার পর অবশেষে একজন প্রেসিডেন্ট পেলো যুদ্ধবিধ্বস্ত লেবানন।
  • অনলাইন ডেস্ক | ১১ জানুয়ারি, ২০২৫
আউন ‘উপযুক্ত নেতা’: বাইডেন জোসেফ আউন-জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জোসেফ খলিল আউনকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য সেনাপ্রধান হলেন ‘উপযুক্ত নেতা।’ ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।


ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি তত্ত্বাবধানে আউন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, উল্লেখ করে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট আউনের প্রতি আমার আস্থা আছে। দৃঢ়ভাবে বিশ্বাস করি জোসেফ আউনই এই সময়ের জন্য লেবাননের উপযুক্ত  নেতা।’ 


দুই বছরেরও বেশি রাষ্ট্রপতিশূন্য থাকার পর অবশেষে একজন প্রেসিডেন্ট পেলো যুদ্ধবিধ্বস্ত লেবানন। আইন প্রণেতারা আউনকে নির্বাচিত করায় দেশটির চলমান আর্থিক মন্দাভাব দুর করে ভঙ্গুর অর্থনীতি কিছুটা হলেও চাঙা করতে বিশেষ পদক্ষেপ নিতে পারেন।


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের মোকাবিলার বিষয়ে একটি আলোচনা শেষে হঠাতই বাইডেন লেবানন নিয়ে বলে উঠেন, ‘অবশেষে আমাদের একজন প্রেসিডেন্ট আছে।’ বাইডেন লেবাননের নতুন নেতাকে ‘প্রথম শ্রেণির নেতা’ হিসাবে বর্ণনা করেছেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আউনের নির্বাচনকে ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন, যা লেবাননকে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে দিয়েছে।


জোসেফ আউন শুক্রবার (১০ জানুয়ারি) ৬১ বছর বয়সে পা রেখেছেন। দক্ষিণ লেবাননে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি তদারকি করার কঠিন দায়িত্ব পালন করতে হতে তাকে। তাকে এমন একজন প্রধানমন্ত্রী ও নির্বাচন করতে হবে যাকে আন্তর্জাতিক ঋণদাতাদের দাবি অনুযায়ী সংস্কার বাস্তবায়নে সক্ষম হতে হবে।


সূত্র: এএফপি


এসজেড