ভ্রমণের আগে বিশেষ দোয়া পাঠ করা সুন্নত এবং এর মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। রাসুলুল্লাহ (সা.) আমাদের জন্য সুন্দর কিছু দোয়া শিখিয়ে গেছেন, যা যেকোনো যাত্রা শুরু করার সময় পাঠ করা যায়।
যাত্রা শুরুর আগে নিম্নলিখিত দোয়াটি পাঠ করা উত্তম:
“সুবহানাল্লাজি সাখ্খারা লানা হা́জা́ ওয়া মা কুন্না লাহু মুকরিনীন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবুন।”
অর্থ: “মহান ও পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এই বাহনটি অনুগত করেছেন, অথচ আমরা তা নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। আর নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করব।” (সূরা যুখরুফ: ১৩-১৪)
ভ্রমণের আগে আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো:
“আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সফারিনা হা́জা́ল্ বির্রা ওয়া ত্তাকওয়া, ওয়া মিনাল্ আমলি মা তার্দা। আল্লাহুম্মা হাওইন্ আলাইনা সফারানা হা́জা́, ওয়াৎউই আন্না বু’দাহু। আল্লাহুম্মা আনতা ছাহিবু ফি স্সফারি, ওয়া খালিফাতু ফি ল্ আহলি।”
অর্থ: “হে আল্লাহ! আমরা তোমার কাছে প্রার্থনা করছি—এই ভ্রমণে নেকি, তাকওয়া এবং তোমার সন্তুষ্টির কাজ করার তাওফিক। হে আল্লাহ! আমাদের ভ্রমণ সহজ করো এবং দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ! তুমি ভ্রমণে আমাদের সঙ্গী এবং আমাদের পরিবারে দায়িত্ব পালনকারী।” (মুসলিম: ১৩৪২)
এই দোয়াগুলো পাঠ করার মাধ্যমে ভ্রমণ আরও বরকতময় ও নিরাপদ হতে পারে। আল্লাহ আমাদের সবার যাত্রা নিরাপদ এবং সফল করুন।
thebgbd.com/NIT