ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ার ওপর লোভ নেই তুরস্কের

হাকান ফিদান বলেন, ‘সিরিয়ার ভূখণ্ডের কোনো অংশের প্রতি তুরস্কের লোভ নেই।’
  • অনলাইন ডেস্ক | ১২ জানুয়ারি, ২০২৫
সিরিয়ার ওপর লোভ নেই তুরস্কের তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্ক এবং ইরাক থেকে বিতারিত কুর্দিরা বহু বছর ধরেই সিরিয়ার দক্ষিণাঞ্চলে বসবাস করে আসছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বা তার বাবার আমলে এদের ওপর কোনও ধরনের হামলা বা অত্যাচার চালানো হয়নি। তবে মাঝে মধ্যে তুরস্ক থেকে ঝটিকা বিমান হামলা চালনা করা হরেও সেটি ছিল নিয়ন্ত্রিত। 


কিন্তু আসাদের সিরিয়া ছেড়ে পালিয়ে যাওয়া পর পরিস্থিতি একদমই বদলে গেছে। বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়েই সেই অঞ্চলে তুরস্ক একাধিকবার বিমান হামলা চালিয়ে গেছে। নতুন সরকার ক্ষমতা দখলের পরও তা থামেনি। এমন অবস্থায় সে অঞ্চলে তুরস্কের বড় ধরনের কোনও অভিযান পরিচালিত হতে পারে কি না এমন প্রশ্নে উড়িয়ে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।


সিরিয়ার কোনও অংশ দখলের কোনও পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, ‘সিরিয়ার ভূখণ্ডের কোনো অংশের প্রতি তুরস্কের লোভ নেই।’ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে আঙ্কারার হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে এমন সময়ে এই মন্তব্য এলো।


সূত্র: এএফপি


এসজেড