ঢাকা | বঙ্গাব্দ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

এখন থেকে গ্রাহকরা ঘণ্টাভিত্তিক ইন্টারনেট প্যাকেজসহ বিভিন্ন মেয়াদে প্যাকেজ কিনতে পারবেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২৫
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর ফাইল ছবি

মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ও মেয়াদের সীমাবদ্ধতা তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে গ্রাহকরা ঘণ্টাভিত্তিক ইন্টারনেট প্যাকেজসহ বিভিন্ন মেয়াদে প্যাকেজ কিনতে পারবেন। রোববার জারি করা নতুন নির্দেশনায় এই পরিবর্তনের কথা জানিয়েছে বিটিআরসি।  


২০২৩ সালের অক্টোবরে দেওয়া নির্দেশনায় ইন্টারনেট প্যাকেজের সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড করা হয়েছিল। তবে অপারেটরদের আপত্তির মুখে সেই নিয়ম শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অপারেটররা তিন ধরনের প্যাকেজ চালু করতে পারবে—নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ। নিয়মিত প্যাকেজ সব গ্রাহকের জন্য উন্মুক্ত থাকবে। গ্রাহককেন্দ্রিক প্যাকেজ নির্ধারণ করা হবে ব্যবহার ও গড় আয়ের ভিত্তিতে। রিসার্চ প্যাকেজের মাধ্যমে বাজার পরীক্ষা এবং কার্যকারিতা বিশ্লেষণের সুযোগ থাকবে।  


প্যাকেজের মেয়াদ সংক্রান্ত নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নিয়মিত প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ হবে ১৫ দিন, বিশেষ প্যাকেজের ক্ষেত্রে ৩ দিন এবং রিসার্চ প্যাকেজের জন্য ৭ দিন। ঘণ্টাভিত্তিক প্যাকেজে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ এমবি ডেটা ব্যবহার করা যাবে। এক দিনের প্যাকেজে ৩ জিবি, দুদিনের জন্য ৫ জিবি এবং তিন দিনের জন্য ৮ জিবি ডেটা দেওয়া যাবে।  


গ্রাহক যাতে তার প্রয়োজন অনুযায়ী প্যাকেজ নিতে পারে, সেজন্য ‘ফ্লেক্সিবল প্ল্যান’ নামে একটি নতুন পদ্ধতি চালু করা হবে। মেয়াদবিহীন প্যাকেজ চালু রাখার সুযোগও রাখা হয়েছে, তবে নির্ধারিত সময়সীমা উল্লেখ থাকতে হবে। কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানাতে হবে।  


নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনো ঘণ্টা বা মিনিটভিত্তিক প্যাকেজ দেওয়া যাবে না। গ্রাহকরা একই প্যাকেজ পুনরায় কিনলে অব্যবহৃত ডেটা ক্যারি ফরওয়ার্ড হিসেবে পরবর্তী প্যাকেজে যোগ হবে। বিটিআরসি আশা করছে, এই উদ্যোগ গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।


thebgbd.com/NIT