ঢাকা | বঙ্গাব্দ

বিদেশি অস্ত্র-মাদক সহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের কয়লাবাড়ী এলাকায় কার্টন থেকে একটি বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ শ্রী প্রসেনজিৎ কর্মকার (৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি।
  • | ১১ মে, ২০২৪
বিদেশি অস্ত্র-মাদক সহ আটক ১ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের কয়লাবাড়ী এলাকায় কার্টন থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৭ বোতল ফেনসিডিলসহ শ্রী প্রসেনজিৎ কর্মকার (৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি।


শুক্রবার (১০ মে) রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কয়লাবাড়ী গ্রামে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বিজিবি-৫৯ রহনপুর ব্যাটেলিয়ন।


আটক চোরাকারবারি শ্রী প্রসেনজিৎ কর্মকার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দিজেন কর্মকারের ছেলে।শুক্রবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।


বিজিবি জানায়, ৫৯ বিজিবির অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ কয়লাবাড়ী এলাকা দিয়ে অবৈধ অস্ত্র এবং গুলি চোরাচালান হওয়ার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।


এর প্রেক্ষিতে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নির্দেশনায় সোনামসজিদ বিওপির হাবিলদার মো. শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী এলাকার পাকা রাস্তার ওপর যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে তারা।


অভিযান চলাকালে এক ব্যক্তি কয়লাবাড়ী মোড় থেকে পায়ে হেটে মাথায় করে একটি কার্টন নিয়ে কানসাটের দিকে যাচ্ছিল। সেই ব্যক্তির গতিবিধি বিজিবি টহল দলের কাছে সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে। পরবর্তীতে কার্টন তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত এক বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন চোরাকারবারিসহ ২৪টি দেশি-বিদেশি পিস্তল, ৩৭৯ রাউন্ড গুলি এবং ৩৯টি ম্যাগাজিন আটক করেছে বিজিবি।