ঢাকা | বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকের মৃত্যু

সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারি, ২০২৫
সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকের মৃত্যু সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  


বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মানিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুরে রাজশাহীর কাজলা এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন ড. পুরনজিত। দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।  


আজ মঙ্গলবার সকাল ৯টায় মরদেহ বিশ্ববিদ্যালয়ের ড. শহীদুল্লাহ কলাভবনে বাংলা বিভাগের সামনে রাখা হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।  


ড. পুরনজিত মহালদারের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


thebgbd.com/NIT