ঢাকা | বঙ্গাব্দ

হাসিনার পতনের পর ভাগ্নি টিউলিপেরও করুণ পরিণতি

দুর্নীতির অভিযোগের মুখে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন টিউলিপ, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের ওপরও গুরুতর প্রভাব ফেলেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ জানুয়ারি, ২০২৫
হাসিনার পতনের পর ভাগ্নি টিউলিপেরও করুণ পরিণতি সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগের পরিণতি কেবল বাংলাদেশেই নয়, এর ঢেউ পৌঁছেছে আন্তর্জাতিক অঙ্গনেও। সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার চাপে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যান হাসিনা। এরই প্রভাব পড়েছে তার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের জীবনে। দুর্নীতির অভিযোগের মুখে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন টিউলিপ, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের ওপরও গুরুতর প্রভাব ফেলেছে।  


বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার পতনের ফলে টিউলিপ সিদ্দিকের বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন একক ক্ষমতা ভোগের পাশাপাশি পরিবারের সদস্যদের অবৈধ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। টিউলিপও সেই সুবিধাভোগীদের একজন হিসেবে নানা বিতর্কের মুখে পড়েছেন।  


যুক্তরাজ্যের রাজনীতিতে টিউলিপের অবস্থান সংকটে পড়ে বিশেষত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ৫ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগে তার নাম আসার পর। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এসব অভিযোগ বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের আওতায় এসেছে।  


ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে টিউলিপকে নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগে উঠে আসে তার পরিবারের সদস্যদের উপহার পাওয়া বাড়ি এবং বিনা মূল্যে থাকার সুবিধার কথা, যা ধনাঢ্য বাংলাদেশিদের মাধ্যমে এসেছে। এর পাশাপাশি বিনা টিকিটে খেলা দেখাসহ আরও নানা বিতর্কিত কর্মকাণ্ডও সামনে আসে।  


বিরোধী দল কনজারভেটিভ পার্টি ও বিভিন্ন সংগঠনের দাবির মুখে, টিউলিপকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকেও তাকে অপসারণের দাবি ওঠে। এমনকি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসও টিউলিপের পদত্যাগ এবং সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।  


সবশেষে, তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন। এটি তার রাজনৈতিক জীবনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।


thebgbd.com/NIT