ঢাকা | বঙ্গাব্দ

পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বর্জন করল

রাজশাহীর ক্রিকেটারদের দাবি, ১০ দিনের ডিএ (ডেইলি অ্যালাউন্স) বকেয়া আছে তাদের।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ জানুয়ারি, ২০২৫
পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বর্জন করল দুর্বার রাজশাহী দল।

বিপিএলের কোনো পারিশ্রমিক না পাওয়ায় বুধবারের (১৫ জানুয়ারি) নির্ধারিত অনুশীলন বর্জন করেছে দুর্বার রাজশাহী দলের ক্রিকেটাররা। কালকের (বৃহস্পতিবার) মধ্যে ৫০ শতাংশ পারিশ্রমিক না পেলে পরবর্তী ম্যাচ না খেলার সিদ্ধান্ত ক্রিকেটারদের। রাজশাহীর এক ক্রিকেটার বিষয়টি জানিয়েছেন সময় সংবাদকে।


চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার রাজশাহীর অনুশীলন সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে ৯টা ৪৮ মিনিটে মিডিয়া ম্যানেজার মেসেজ দিয়ে অনুশীলন বাতিল হওয়ার কথা জানান।


এদিকে রাজশাহীর ক্রিকেটারদের দাবি, ১০ দিনের ডিএ (ডেইলি অ্যালাউন্স) বকেয়া আছে তাদের। জানা গেছে, ক্রিকেটারদের দাবির পর দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেন স্থানীয় ক্রিকেটারদের। কিন্তু সেই চেক বাউন্স হওয়ায় ক্রিকেটাররা এবার অনুশীলনে না নেমে প্রতিবাদ জানায়।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, বিপিএলের দুই পর্ব শেষ হয়ে গেলেও এখনও কোনো টাকা পাননি দলটির খেলোয়াড়রা। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিলেন তারা। এমন কী, দলের বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক পাননি বলে সূত্রটি নিশ্চিত করেছে।


চলতি বিপিএলে রাজশাহী ৬ ম্যাচে মাত্র দুইটিতে জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে তারা আছে ছয় নম্বর স্থানে। 


thebgbd.com/NIT