দেশে ধনী-গরীবের বৈষম্য তৈরিতে বর্তমান সরকার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, দেশে বিরাজনীতিকরণ চলছে। নির্বাচনে ভোটারের উপস্থিতি নাই। সরকারি
দলের সুবিধার লোভে যারা পড়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার।
আজ শনিবার (১১ মে) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
জিএম কাদের বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে। জনগণের কথা বলার অধিকার নেই। সর্বশক্তি নিয়ে দেশের জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে সরকার, জনগণকে সরকারের কথা শুনকে বাধ্য করা হচ্ছে।
তিনি আরও বলেন, জাতি বড় ধরনের সংকটের মধ্যে আছে। দেশের বেশিরভাগ মানুষ আয় দিয়ে সংসার চালাতে পারছে না। কর্মক্ষেত্র দিন দিন কমে যাচ্ছে৷ এই মন্দায় দেশ ভেসে যাচ্ছে। সমাজে বৈষম্য তৈরি হচ্ছে, এক শ্রেণি ইউরোপীয় স্টাইলে জীবনযাপন করছে, অন্যদিকে কেউ না খেয়ে দিন কাটাচ্ছেন। এই বৈষম্য থেকে জনগণ মুক্তি চায়। বৈষম্য আর শোষণ থেকে মুক্ত হতে প্রতিবাদ করেছিল জনগণ। কিন্তু বৈষম্য সৃষ্টির জন্য বর্তমান সরকার নোবেল পুরষ্কার পেত। আওয়ামী লীগের বাইরের জনগণ অবাঞ্ছিতভাবে জীবন-যাপন করছেন।
দ্রুত জাতীয় সম্মেলন করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে প্রতিটি কমিটি গঠন করা হবে।