চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে আহাম্মদ মল্লিক (৭০) ও রুবেল মিয়া (২৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন টুনু খাতুন (৩০) নামে এক গৃহবধূ।
শনিবার (১১ মে) সকালে পৃথক তিনটি ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে গ্রামের ইশেরগাড়ী মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ি ফিরছিলেন। ওই সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দর্শনা ঝাঝরী দক্ষিণপাড়ার রুবেল মিয়া সকালে মাঠে কাজ করতে যান। ঝড়-বৃষ্টির মধ্যে তিনিও বাড়ি ফিরছিলেন। পথে ঝাঝরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এছাড়াও গোবিন্দহুদা গ্রামের টুনু খাতুন বজ্রপাতে গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। পরিবারের সদস্যরা তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ আশরাফ রবিন জানান, বজ্রপাতে আহত টুনু খাতুনকে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।