এ সপ্তাহের হলিউড বক্স অফিসে বাজিমাত করলো তিন সিনেমা। এর মধ্যে প্রথমেই রয়েছে হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত সিনেমা ‘দ্য ফল গাই’।
সিনেমাটি এ সপ্তাহের বক্স অফিসের শীর্ষস্থানে অবস্থান করছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থিতু হয়েছে ‘চ্যালেঞ্জারস’ এবং ‘স্টার ওয়ার্স: এপিসোড ওয়ান –দ্য ফ্যান্টম মেনেস’ -শিরোনামের সিনেমা দু’টো।
মুক্তির আগেই অন্যরকম এক রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে ‘দ্য ফল গাই’। সর্বাধিক ক্যানন রোলের অর্থাৎ শূন্যে গাড়িকে চক্কর দেওয়ানো রেকর্ড করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে রায়ান গসলিং ও এমিলি ব্লান্টের সিনেমা ‘দ্য ফল গাই’। হলিউডের নির্মাতা ডেভিড লিচ পরিচালিত ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৩ মে।
এ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২০ লাখ মার্কিন ডলার আয় করে ‘দ্য ফল গাই’ সিনেমাটি দখল করেছেন বক্স অফিসের প্রথম স্থান। ১২৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।
দ্বিতীয় অবস্থানে থাকা মার্কিন রোমান্টিক স্পোর্টস ড্রামা বেইজড সিনেমা ‘চ্যালেঞ্জারস’ মুক্তি পায় ২৬ এপ্রিল। সিনেমাটি পরিচালনা করেছেন ইতালীয় চলচ্চিত্র নির্মাতা লুকা গুয়াদাগ্নিনো।
চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৯ লাখ মার্কিন ডলার আয় করে ‘চ্যালেঞ্জারস’ সিনেমাটি দখল করেছে বক্স অফিসের দ্বিতীয় স্থান। ৫৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
এপিসোড ওয়ান – দ্য ফ্যান্টম মেনেস: ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘স্টার ওয়ার্স: এপিসোড ওয়ান – দ্য ফ্যান্টম মেনেস’ সম্প্রতি নতুন করে মুক্তি দিলে, সেটিও লুফে নিলো দর্শকরা।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৬ লাখ মার্কিন ডলার আয় করে এ সপ্তাহের হলিউড বক্স অফিসের তৃতীয় স্থানটি দখল করেছে এ সিনেমা।