ঢাকা | বঙ্গাব্দ

ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক: ড. দেবপ্রিয়

  • নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারি, ২০২৫
ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক: ড. দেবপ্রিয় ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডির সম্মানিত ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভ্যাট বৃদ্ধির ক্ষেত্রে অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছে।  


আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়ামে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।  


ড. দেবপ্রিয় আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে, তবে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।’  


তিনি আরও বলেন, প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।


thebgbd.com/NIT