প্রায় ৮৩ শতাংশ মানুষ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, ১৩ শতাংশ সংসদ সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মতামত প্রকাশ করেছেন। এই তথ্য উঠে এসেছে সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত এক জনমত জরিপ থেকে।
দেশের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রস্তাব তৈরির লক্ষ্যে গত ২০-২২ ডিসেম্বর বিবিএসের মাধ্যমে এই জরিপ চালায়, যেখানে ৪৬ হাজারের বেশি মানুষ মতামত দেন। ইতোমধ্যে জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জরিপে আরও জানা যায়, ৬৯ শতাংশ মানুষ রাষ্ট্রপতি হিসেবে নির্দলীয় ব্যক্তিকে দেখতে চান, যেখানে ২৯ শতাংশ দলীয় প্রার্থীকে সমর্থন করেন।
ছাত্রসংগঠনের বিষয়ে ৬৩ শতাংশ মানুষ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন থাকার বিরোধিতা করেছেন, আর ৩১ শতাংশ তা সমর্থন করেছেন।
মনোনয়ন বাণিজ্য রোধের দায়িত্ব কার, এমন প্রশ্নে ৪৭.৮২ শতাংশ বলেছেন রাজনৈতিক দল বা প্রার্থীদের, আর ৪৪.৫৭ শতাংশ মনে করেন এটি জনগণের দায়িত্ব।
জরিপে ৭৮ শতাংশ মানুষ বলেছেন, কোনো নির্বাচনে ‘না’ ভোট জয়ী হলে পরাজিত প্রার্থীদের বাদ দিয়ে পুনঃনির্বাচন হওয়া উচিত।
জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৫০ শতাংশের কম ভোট পড়লে পুনর্নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ৭৮ শতাংশ।
সংরক্ষিত নারী আসন ১০০টিতে উন্নীত করে সরাসরি ভোটে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ৭৪ শতাংশ মানুষ।
বিদেশে রাজনৈতিক দলের শাখা রাখার বিরোধিতা করেছেন ৫০ শতাংশ, আর ৪২ শতাংশ এর পক্ষে মত দিয়েছেন। প্রবাসীদের জন্য পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোট আয়োজনের পক্ষে মত দিয়েছেন ৮৭ শতাংশ।
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পক্ষে মত দিয়েছেন ৭০ শতাংশ মানুষ। এছাড়া, বর্তমান সরকারের মেয়াদে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন ৬৫ শতাংশ।
thebgbd.com/NIT