ঢাকা | বঙ্গাব্দ

দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
  • | ১১ মে, ২০২৪
দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করেছেন শুক্রবার (১০ মে) রাতে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় তার এক কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। 


মোটরসাইকেল প্রতীকের অপর প্রার্থী এহসানুল হাকিম সাধন অভিযোগ করছেন, তার কর্মীদের বহনকারী মাইক্রোবাসে হামলা করে গ্লাস ভেঙে দিয়েছে প্রতিপক্ষের কর্মীরা। এ ঘটনায় দুই পক্ষ থেকেই শনিবার থানায় অভিযোগ দিয়েছে। 


আগামী ২১ মে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন অংশ নিয়েছে। চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছে বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি উপজেলা পরিষদের ৩ বারের চেয়ারম্যান। অন্য দিকে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই এহসানুল করিম সাধন।


বর্তমান চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই আমার প্রতিপক্ষ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে রাত ১০টার পর মোটরসাইকেল সোডাউন দেয়। আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি প্রশাসনকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।


শুক্রবার রাত ৮টার দিকে আমার কর্মীরা যখন নির্বাচনী প্রচারণা শেষ করে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে আমার বাড়িতে প্রবেশ করে তখন প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে আব্দুল্লাহ নামে আমার এক কর্মী আহত হয়েছে। বর্তমানে সে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ হাসপাতালে ভর্তি। একজন প্রার্থীর বাড়িতে এভাবে হামলা এটা খুবই দুঃখজনক। আব্দুল্লাহর বাবা তোফাজ্জেল হোসেন বাদী হয়ে শনিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছে। শান্তিপূর্ণ ভোটের জন্য এসব ঘটনার সুষ্ঠু বিচার চাই।


বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার দুই পক্ষ থেকেই অভিযোগ দিয়েছে। দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। দুটি মামলায় হবে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।