জামায়াতে ইসলামী জুলাই বিপ্লবে শহীদদের কোনো নির্দিষ্ট দলের পরিচয়ে সীমাবদ্ধ করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীতে জামায়াতে ইসলামীর এক সম্মেলনে তিনি বলেন, "আওয়ামী লীগ আমাদের নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা করেছে। খুন-গুম, জুলুম ও নির্যাতনের ভয়াবহ চিত্র দেশবাসী দেখেছে।"
তিনি জানান, দখলদারি, চাঁদাবাজি, ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে জামায়াতে ইসলামী তাদের সংগ্রাম চালিয়ে যাবে। দলটি আল্লাহর শক্তিতে বলীয়ান হয়ে একটি আদর্শিক জাতি গঠনে কাজ করছে।
সম্মেলনে উপস্থিত জনতাকে উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, "এখানে উপস্থিত প্রায় সবাই কারাবরণ করেছেন। কিন্তু আপনারা কি খুন করেছেন, ডাকাতি করেছেন, কিংবা নারীর সম্মানহানি করেছেন? আপনারা এ ধরনের কোনো অপরাধ করেননি। তাহলে আপনাদের অপরাধ কী ছিল?"
ডা. শফিকুর রহমান আরও বলেন, "গত পনেরো বছরে আওয়ামী লীগ আমাদের নেতা-কর্মীদের ওপর যে অত্যাচার চালিয়েছে, তা আর কখনো ফিরে আসতে দেয়া হবে না। আমরা দেশের মাটিতে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না।"
thebgbd.com/NA