নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীর স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে জিম্মি ও মারধর করে আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় প্রবাসী হারিজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধূ রত্না জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ১৪/১৫ জনের একদল ডাকাত ঘরে ঢুকে সন্তানদেরসহ অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় আলমারির চাবি দিতে না চাইলে শাবল ও লাঠি দিয়ে তাকেসহ তার সন্তানদের মারধর করে হাত-পা বেধেঁ ফেলা হয়।
তিনি জানান, এক পর্যায়ে ডাকাতরা আলমারি খুলে স্বর্ণ, নগদসহ মালামাল লুট করে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি, লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলেছে।