বলিউড অভিনেতা সাইফ আলী খানের মুম্বাইয়ের বাসায় ঢুকে ছয়বার ছুরিকাঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশের নাগরিক, যিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়েক মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
রোববার (১৯ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, বুধবার রাতে বান্দ্রায় সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা করার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেপুটি কমিশনার বলেন, তদন্তে দেখা গেছে অভিযুক্তের কোনো ভারতীয় নথি নেই এবং তিনি সম্ভবত বাংলাদেশি নাগরিক। বিষয়টি আরও তদন্তাধীন। অভিযুক্তের বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত ভারতে আসার পর নিজের নাম বদলে বিজয় দাস হিসেবে পরিচিত হন এবং একটি হাউসকিপিং সংস্থায় কাজ করছিলেন। তাকে থানে থেকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানায়, অভিযুক্ত সাইফ আলী খানের বাড়ির পেছনের ফায়ার এক্সিট দিয়ে প্রবেশ করে। গৃহপরিচারিকা জুনু তাকে দেখে চিৎকার শুরু করলে সাইফ আলী খান তাকে আটকানোর চেষ্টা করেন। তখন অভিযুক্ত তাকে ছয়বার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত সাইফ আলী খানকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন সুস্থ হয়ে উঠছেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশকারী অভিযুক্ত টাকা দাবি করেছিল। বাধা পেয়ে সে গৃহপরিচারিকা জুনু এবং সাইফ আলী খানকে ছুরিকাঘাত করে। অভিযুক্তকে প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
thebgbd.com/NA