ঢাকা | বঙ্গাব্দ

ট্রাম্পযুগ শুরু হলো বলে

আগামী সোমবার দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।
  • অনলাইন ডেস্ক | ১৯ জানুয়ারি, ২০২৫
ট্রাম্পযুগ শুরু হলো বলে সংগৃহীত ছবি।

আগামী সোমবার দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসাকে নানা দৃষ্টিকোণ থেকে আমেরিকার ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

সেখানে ডানপন্থীদের মতে, ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়া এমন একটি দেশের ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছে, যা তাদের কাছে অতিরিক্ত বামপন্থী মনে হচ্ছে।

অন্যদিকে প্রান্তিক জনগণের কাছে তার নীতি এক ধরনের অন্ধকার যুগের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে গুঞ্জন চলছে ক্ষমতা নেয়ার পরপরই তিনি রেকর্ড সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করতে মার্কিন সরকারের বিভিন্ন সংস্থাকে একত্রিত করবেন।

আবার শপথ গ্রহণ শেষে সেদিনই রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করারও কথা রয়েছে তার। তাই এসব আদেশে কার ভাগ্য কোন দিকে গড়াচ্ছে তা নিয়ে সংশয় বিরাজ করছে যুক্তরাষ্ট্রের মহলে।

এর আগে ট্রাম্প তার অনুসারীদের বারবার বলেছে যে, তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছে। কনজারভেটিভ মিডিয়া এবং তার অনুগতদের সমর্থনে, তিনি এমন একটি অবস্থান গ্রহণ করবেন যেখানে তার বিরোধীদের চাপে রাখার সুযোগও রয়েছে। ট্রাম্পের প্রথম শাসনামলে নানা বিতর্কের মধ্যে তার অনুসারীরা আরও দৃঢ় হয়েছে এবং রিপাবলিকান নেতারা তার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও একাধিক অপরাধী মামলা এবং অভিবাসন সংকট রয়েছে তারপরও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ তার উত্তরাধিকার স্থাপনের সুযোগ প্রদান করবে। ২০২০ সালের নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকার করায় ট্রাম্পের সমর্থকরা আরও জোরালো হয়েছে।

তবে কিছু ব্যাপারে নেতিবাচক প্রভাবের কথাও জানিয়েছেন তারা। বলছেন, ট্রাম্পের বিগত শাসনামলে সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে জনগণের উদ্বেগ বেড়েছে, যা আসন্ন প্রেসিডেন্সি নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে।

thebgbd.com/NA