ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো ২০২৫ সালের সংসদ নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন। কারাকাস থেকে এএফপি এ খবর জানায়।
বেশির ভাগ আন্তর্জাতিক সম্প্রদায় ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর বিজয়ের দাবির বিরোধিতা করেছে। বিরোধীরা বলেছেন তারা প্রমাণ করতে পারবে, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাচনে জয়ী হয়েছেন।
আত্মগোপনে থাকা মাচাদো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, ’ফলাফলকে সম্মান না করে বারবার ভোট দেওয়া ভোটের অধিকার রক্ষা করা নয়, এটি জনসাধারণের ইচ্ছাকে বিকৃত করছে।’ এই বছর ভেনেজুয়েলায় সংসদ সদস্য, গভর্নর এবং মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের কোনও তারিখ নির্ধারণ করা হয়নি।
সূত্র: এএফপি
এসজেড