ঢাকা | বঙ্গাব্দ

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি

চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২৫
মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। তার হাত ধরে অনেক সাফল্য পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এবার রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইতালিয়ান কোচ। স্প্যানিশ সংবাদমাধ্যম ওন্ডা সেরোর দাবি, চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি।


রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি শেষ হবে ২০২৬ সালের জুনে। তবে কী এক মৌসুম আগেই ক্লাব ছাড়বেন ইতালিয়ান এই কোচ?


রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকালে আনচেলত্তি ক্লাবকে এনে দিয়েছেন একাধিক শিরোপা। তার অধীনে দল জিতেছে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ।


এই সাফল্যের মুকুটে আনচেলত্তি নিজেকে ক্লাবের ইতিহাসের সর্বাধিক ট্রফিজয়ী কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তার চুক্তি নবায়নের সময় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের আগ্রহের খবর শোনা গেলেও তিনি রিয়াল মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নেন।


তবে চলতি মৌসুম শেষে দল ট্রফি জিতুক বা না জিতুক, আনচেলত্তি নিজেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। আনচেলত্তি মনে করন, রিয়ালের অধ্যায় গ্রীষ্মেই শেষ হওয়া উচিত।


এদিকে চলতি মৌসুমে ভালো শুরু না করলেও লিগে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের অবস্থা তেমন ভালো নয়। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ২০তম স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাবটি।


thebgbd.com/NIT