ঢাকা | বঙ্গাব্দ

ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন ট্রাম্প

ট্রাম্প দীর্ঘদিন ধরে ডব্লিউএইচওর সমালোচনা করে আসছেন।
  • অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি, ২০২৫
ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (২০ জানুয়ারি) তার অফিসে প্রথম দিনে জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো এ পদক্ষেপ গ্রহণ করেন তিনি।


ট্রাম্প দীর্ঘদিন ধরে ডব্লিউএইচওর সমালোচনা করে আসছেন। কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ায় তার প্রশাসন ২০২০ সালের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিল।


যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কারণ হিসেবে নির্বাহী আদেশে বলা হয়, চীনের উহানে উদ্ভূত কোভিড-১৯ মহামারি সারা বিশ্বে ছড়িয়ে পড়া রোধে এবং বিশ্বব্যাপী অন্যান্য স্বাস্থ্য সংকট সমাধানে সংস্থাটি ব্যর্থ হয়েছে। এটি দ্রুত প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপ গ্রহণ এবং সদস্য দেশগুলোর অযাচিত রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনভাবে কাজ করতেও ব্যর্থ হয়েছে।  


২০২০ সালের সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প তার একজন সহযোগীকে বলেন, এটি বড় পদক্ষেপ।


আদেশে আরও বলা হয়, ডব্লিউএইচও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘অন্যায়ভাবে কষ্টসাধ্য অর্থ প্রদানের দাবি করে আসছে।’


thebgbd.com/NIT