ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকো উপসাগরের নাম বদলানো ও পানামা খাল দখলের ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প বলেন, শিগগির আমরা মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখবো। এ ছাড়া পানামা খালের নিয়ন্ত্রণ পানামার কাছে দেয়ার সিদ্ধান্ত ছিল বোকামি।
  • অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি, ২০২৫
মেক্সিকো উপসাগরের নাম বদলানো ও পানামা খাল দখলের ঘোষণা ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প।

শিগগিরই মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখা এবং পানামা খাল দখল করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সীমানা বাড়ানো ও মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর ঘোষণাও দিয়েছেন তিনি।


স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ক্যাপিটল হিলে শপথ গ্রহণের পর অভিষেক বক্তব্যে ৪৭তম মার্কিন প্রেসেডেন্ট এসব ঘোষণা দেন।

 

ডোনাল্ড ট্রাম্প বলেন, শিগগির আমরা মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখবো। এ ছাড়া পানামা খালের নিয়ন্ত্রণ পানামার কাছে দেয়ার সিদ্ধান্ত ছিল বোকামি। এমন বোকার মতো উপহার দেয়া উচিত হয়নি। পানামা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে।

 

পানামা খাল দিয়ে চলাচল করা মার্কিন সামরিক-বেসামরিক সব জাহাজের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে অভিযোগ করে মার্কিন প্রেসেডেন্ট বলেন, বর্তমানে খালটি পরিচালনা করছে চীন। কিন্তু আমরা এই খাল চীনকে দেইনি, দিয়েছিলাম পানামাকে। তাই এখন আমরা এটি আবার ফেরত নেবো।

 

যুক্তরাষ্ট্র আবার নিজেকে একটি বর্ধমান জাতি হিসেবে দেখতে পাবে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমাদের সম্পদ ও সীমানা বাড়াতে হবে। মঙ্গল গ্রহে মার্কিন পতাকা উত্তোলন করবো।

 

এর আগে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড অধিগ্রহণ ও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।


thebgbd.com/NIT