রাশিয়ার শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে নিক্ষেপ করা অন্তত ৩১টি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বলে সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন। মস্কো থেকে এএফপি এ খবর জানায়।
নিজেদের টেলিগ্রাম চ্যানেলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘রোববার রাতে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।’ দেশটির আঞ্চলিক সরকারের বরাত দিয়ে আরও জানানো হয়, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে তাতারস্তানে ‘শিল্প-উদ্যোগ’ লক্ষ্য করে ড্রোন আক্রমণের চেষ্টা করা হয়। তবে সবগুলো ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ সংক্রান্ত বিস্তারিত কিছু বলা হয়নি।
আঞ্চলিক গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা বলেন, মস্কোর পাশের কালুগা অঞ্চলে, একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে গেলে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ১৪টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে, আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, কিয়েভ চারটি হাই মবিলিটি আর্টিলারি রকেট (এইচআইএমএআরএস)-ও ছুঁড়ে কিন্তু সেগুলোও মাঝ আকাশে আটকে দেওয়া হয়।
সূত্র: আরটি
এসজেড