ঢাকা | বঙ্গাব্দ

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে নিহত তরুণী

মোটরসাইকেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণী নিহত হয়েছেন।
  • | ১১ মে, ২০২৪
বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে নিহত তরুণী ফাইল ছবি

মোটরসাইকেলে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক যুবক। শনিবার (১১ মে) দুপুরে বগুড়া সদরের পীরগাছা-মহাস্থান সড়কে ওই দুর্ঘটনা ঘটে। 


নিহত তরুণীর নাম আফসানা (২২) বলে পুলিশ জানিয়েছে। আর আহত যুবকের নাম তাওসিফ হোসেন। তার বাড়ি সোনাতলা উপজেলার মাস্টারপাড়া এলাকায়।


স্থানীয়রা জানান, পীরগাছা বন্দর থেকে মহাস্থানের দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। পথে দোবাড়িয়া গ্রামের সুরখোলা ব্রিজে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পার্শ্বে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই তরুণী নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক তাওসিফ। 


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেল চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ নিহত তরুণীর মরদেহ হেফাজতে নিয়ে মর্গে পাঠিয়েছেন। 


বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রনি দাস জানান, বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় আফসানার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত মোটরসাইকেল চালক তাওসিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত বলছেন।