নিম্নবিত্তদের জন্য চালু থাকা বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, কার্যক্রমটির মেয়াদ ছিল ডিসেম্বর পর্যন্ত, যা আর বাড়ানো হবে না। এই কর্মসূচির আওতায় ৮ লাখ নিম্নবিত্ত পরিবার সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারতো।
অর্থ উপদেষ্টা জানান, বিশেষ ওএমএস কার্যক্রম মূলত বিশেষ পরিস্থিতিতে চালু করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় এর আর প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেন, বিশেষ ওএমএস বাজারের পণ্যমূল্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি এবং বর্তমানে বাজার পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে। তাই পূর্বে ওএমএসের আওতায় সাশ্রয়ী দামে বিক্রি হওয়া কিছু পণ্যের দাম কম রাখা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, কিছু পণ্যের ভ্যাট বৃদ্ধি পেলেও বাজারে তার তেমন প্রভাব দেখা যায়নি। আসন্ন বাজেটে কিছু পণ্যের ভ্যাট সমন্বয়ের পরিকল্পনাও রয়েছে। বিশেষ ওএমএস বন্ধ হলেও সাধারণ ওএমএস কার্যক্রম চালু থাকবে, যার মাধ্যমে চাল ও আটা সরবরাহ অব্যাহত থাকবে।
এছাড়া, কৃষি উৎপাদন সচল রাখতে সার সংকট নিরসনের লক্ষ্যে সরকার ক্রয় কার্যক্রম অব্যাহত রাখবে বলে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ জানিয়েছে।
thebgbd.com/NIT