বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর ছুরি হামলার ঘটনায় গ্রেপ্তার ঝালকাঠির শরিফুল ইসলাম শেহজাদ সাত মাস আগে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে প্রবেশের পর সেখানকার এক বাসিন্দার আধার কার্ড ব্যবহার করে ভারতীয় সিম কেনেন তিনি। এরপর সেখান থেকে দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে পাড়ি জমান তিনি।
রোববার ভোরের দিকে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রায় ডাকাতির উদ্দেশে সাইফ আলি খানের বাড়িতে গভীর রাতে হানা দেওয়ার তিন দিন পর তাকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সাইফ আলি খানের বাসায় ঢুকে পড়েন শরিফুল। পরে সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বলিউডের এই অভিনেতাকে ছুরিকাঘাত করেন তিনি। এতে তার শরীরে অন্তত ছয়টি জখম হয়।
মুম্বাই পুলিশ বলেছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের পর নাম পাল্টে বিজয় দাস রাখেন শরিফুল। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ ও তদন্তে তার গতিবিধি সম্পর্কেও বিস্তারিত তথ্য পেয়েছে পুলিশ।
thebgbd.com/AR