আল্লাহর সেরা অনুগ্রহ হলো হিদায়াত বা সঠিক পথ প্রদর্শন। হিদায়াতের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পারে, সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে এবং নিজের জীবনকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করতে পারে।
কুরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ যার জন্য কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন।" (সহিহ বুখারি, হাদিস: ৭১)। এছাড়া কুরআনের সূরা ফাতিহায় প্রতিদিন আমরা দোয়া করি: "ইহদিনাস সিরাতাল মুস্তাকিম"
অর্থাৎ, "আমাদেরকে সরল পথ দেখাও।" (সূরা ফাতিহা: ৬)।
হিদায়াতের সঙ্গে আল্লাহর আরেকটি মহৎ অনুগ্রহ হলো ঈমান। ঈমান ছাড়া মানুষের জীবন অন্ধকারময়। আল্লাহ তাআলা বলেন, "যাকে আল্লাহ পথ দেখান, সেই সঠিক পথ পায়। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, তার জন্য তুমি কোনো সহায় পাইবে না।" (সূরা কাহাফ: ১৭)।
অন্যদিকে, জীবনের প্রতিটি নেয়ামত যেমন জীবন, স্বাস্থ্য, সম্পদ, পরিবার এবং শান্তি—সবই আল্লাহর অনুগ্রহ। তবে সেরা অনুগ্রহ হলো আল্লাহর পরিচয়, তার প্রতি বিশ্বাস এবং তার দেখানো পথে চলার যোগ্যতা অর্জন করা। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং প্রতিনিয়ত হিদায়াত কামনা করা আমাদের দায়িত্ব।
thebgbd.com/NIT