ঢাকা | বঙ্গাব্দ

যেসব খাতে প্রত্যাহার ভ্যাট

তীব্র সমালোচনা ও বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাটের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ জানুয়ারি, ২০২৫
যেসব খাতে প্রত্যাহার ভ্যাট ফাইল ছবি

তীব্র সমালোচনা ও বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাটের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধ শিল্পে আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে ২.৪ শতাংশ হার পুনর্বহাল করা হয়েছে, যা সাধারণ জনগণের জন্য চিকিৎসা সেবাকে আরও সাশ্রয়ী করবে। একইসঙ্গে, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবার ওপর নতুন সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া হয়েছে। রেস্তোরাঁ সেবায় ভ্যাট হ্রাসের ফলে থ্রি, ফোর ও ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সব রেস্তোরাঁয় খাবারের দাম বাড়বে না।


গাড়ি গ্যারেজ ও ওয়ার্কশপ সেবায় ভ্যাট কমানো হয়েছে, যা সংশ্লিষ্ট সেবাগুলোর মূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করবে। পোশাক বিপণন ক্ষেত্রে নিজস্ব ব্র্যান্ড ছাড়া অন্য সব পোশাকের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। নন-এসি হোটেল, মিষ্টির দোকান এবং নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণনে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।


বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক ও কর হ্রাসের কথাও উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কীটনাশক। শিক্ষার্থীদের জন্য ই-বুক সেবায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, যা শিক্ষাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করবে। যানজট নিরসনে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি এবং হজ যাত্রীদের জন্য হজ টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এনবিআরের এসব পদক্ষেপ সাধারণ জনগণের অর্থনৈতিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


thebgbd.com/NIT