ঢাকা | বঙ্গাব্দ

আম পরিবহন সমস্যার সমাধান করা হবে

রেলমন্ত্রী মো. জিল্লুর হাকিম বলেছেন, আম পরিবহনের ক্ষেত্রে যত সমস্যাই থাকুক না কেন তা সমাধান করা হবে।
  • | ১১ মে, ২০২৪
আম পরিবহন সমস্যার সমাধান করা হবে রেলমন্ত্রী মো. জিল্লুর হাকিম

রেলমন্ত্রী মো. জিল্লুর হাকিম বলেছেন, আম পরিবহনের ক্ষেত্রে যত সমস্যাই থাকুক না কেন তা সমাধান করা হবে। প্রতি বছরের মতো এবছরও স্পেশাল ট্রেন চালু হবে। এতে স্বল্প খরচ ও কম সময়ে ব্যবসায়ীরা ঢাকায় আম পাঠাতে পারবেন।


শনিবার (১১ মে) দুপুরে রাজশাহী বিভাগীর কমিশনারের কার্যালয়ে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক এক সেমিনারে রেলমন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী আরও বলেন, আগামী ১০ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এক্ষেত্রে প্রতি কেজি আম চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পাঠাতে খরচ হবে ১ টাকা ৪৭ পয়সা আর রাজশাহী থেকে ঢাকায় পাঠাতে খরচ পড়বে ১ টাকা ৪৩ পয়সা।


সেমিনারে আম ব্যবসায়ী ও বাগান মালিকরা ট্রেনে আম পরিবহনের বিভিন্ন সমস্যার কথা জানালে তা সমাধানের আশ্বাস দেন রেলমন্ত্রী।


উল্লেখ্য, টানা কয়েক বছর লোকসন হলেও চলতি আমের মৌসুমে ফের চালু হতে যাচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। তবে এবার ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালানো হবে পদ্মা সেতু দিয়ে।


ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশন হয়ে রাত সোয়া ২টায় রাজধানী ঢাকায় পৌঁছাবে। ট্রেনটি চলাচলের সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষে সব প্রস্তুতি গ্রহণ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।