ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলকে গোপণে অস্ত্র দিয়েছে তুরস্ক

তুর্কিই প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে।
  • অনলাইন ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২৫
ইসরায়েলকে গোপণে অস্ত্র দিয়েছে তুরস্ক তুরস্ক-েইসরায়েল।

ইসরায়েলকে জ্বালানির পাশাপাশি গোপনে বিভিন্ন সমরাস্ত্র দিয়ে সহায়তা করে গেছে তুরস্ক। এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। ২১ জানুয়ারি মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরো জানানো হয়, ইসরায়েলকে বিপুল পরিমানের জ্বালানি তেল সরবরাহ করে থাকে তুরস্ক। আঙ্কারার পার্লামেন্টের সদস্য জেরগারলিওগলু এরদোয়ানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। পার্স টুডের উদ্ধৃতি দিয়ে দোহা থেকে এএফপি এই খবর জানায়।


গাজা ইস্যুতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সরব থেকেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। উপত্যকাটিতে গণহত্যা চালাচ্ছেন বলে বিভিন্ন সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালিয়ে যাচ্ছে তখন তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।


গাজায় হামলার কারণে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণাও দেয় আঙ্কারা। তবে এবার গাজা ইস্যুতে এরদোয়ানের অবস্থান নিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। গণমাধ্যমটি জানায়, তুরস্ক ইসরায়েলের জ্বালানি তেলের অন্যতম যোগানদাতা দেশ।


পার্স টুডের তথ্যমতে, তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলে তেল সরবরাহ সংক্রান্ত গোপন নথি প্রকাশ হয়েছে। দেশটির পার্লামেন্ট সদস্য জেরগারলিওগলু এই অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিযোগের সে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অভিযোগের পক্ষে তিনি স্যাটেলাইট ছবি ও ডাটা প্রকাশ করেন। এই বিশ্লেষণে ইসরায়েলে দেশটির তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় গণমাধ্যমটি।


অভিযোগকারী জেরগারলিওগলু জানান, ডিসেম্বরে তুরস্কের বেশ কয়েকটি জাহাজ মাঝপথে দিক নির্দেশনার যন্ত্র বন্ধ করে দেয়। এরপর ইতালির দিকে যাওয়ার ভান করে, কিন্তু স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ করে জানা গেছে তেল বহনকারী জাহাজগুলো ইসরাইলের হাইফা এবং আশদোদ বন্দরে গেছে। এমন অভিযোগ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।


তুর্কিই প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করে। তুর্কি ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ১৯৪৯ সালে স্বাভাবিক হয়, যা পরবর্তীতে সাংস্কৃতিক, বাণিজ্যিক এমনকি সামরিক ক্ষেত্রে সহযোগিতা পর্যায়ে পৌঁছায়।


ইসরায়েলে গিয়ে ইসরায়েলের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেলের সমাধি পরিদর্শন করা প্রথম মুসলিম নেতা তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।


সূত্র: এএফপি


এসজেড