ঢাকা | বঙ্গাব্দ

৭৫ এর বৃদ্ধাকে ধর্ষণ বছর কুড়ির তরুণের

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শনিবার তারা জানায়, দুই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
  • অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২৫
৭৫ এর বৃদ্ধাকে ধর্ষণ বছর কুড়ির তরুণের সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে তরুণ।

৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ২০ বছর বয়সী এক তরুণকে। ভারতের মুম্বাইয়ের দিন্দোশি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। সিসিটি‌ভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ জানুয়ারি ঘটনাটি ঘটে। দিন্দোশি থানা এলাকার বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। একই পাড়ায় থাকতেন তার বোন ও মেয়ে। তারা মাঝে মাঝে বৃদ্ধাকে দেখতেও আসতেন। বয়সজনিত রোগে বছরখানেক আগে ওই বৃদ্ধার স্মৃতিশক্তি লোপ পায়। তাই বৃদ্ধার নিরাপত্তা ও দেখভালের জন্য বাড়ির ভিতরে সিসিটিভি ক্যামেরাও বসান তারা।


১২ জানুয়ারি বৃদ্ধার মেয়ে মাকে দেখতে যান। সে সময়েই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে জানতে পারেন, চার দিন আগে মাকে ধর্ষণ করেছেন এক তরুণ। সঙ্গে সঙ্গে ফুটেজসহ থানায় যোগাযোগ করেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত তরুণকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতের দণ্ডবিধি ৬৪(১) এবং ৩৩২(বি)-র অধীনে মামলা দায়ের হয়েছে। 


জেরায় তরুণ জানিয়েছে, বেশ কয়েক দিন আগে থেকেই বৃদ্ধার উপর নজর রাখছিলেন তিনি। বৃদ্ধা যে বাড়িতে একা থাকেন, তাও জানতেন। ‌৮ জানুয়ারি সুযোগ বুঝে বৃদ্ধার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। তবে ভিতরে যে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, তা জানা ছিল না তার। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দিয়েছে তাকে।


সূত্র: এনডিটিভি


এসজেড