স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, জামিনে মুক্ত থাকা শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় আইনের আওতায় আনা হবে। তিনি উল্লেখ করেন, এসব সন্ত্রাসী জামিনে বেরিয়ে পুনরায় চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধে লিপ্ত হয়েছে, যা নিয়ন্ত্রণে তাদের গ্রেপ্তার করা হবে।
আজ রোববার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান।
তিনি আরও বলেন, দেশে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, যা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। পুলিশের জনবলের স্বল্পতা না থাকলেও আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে, যা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৫ আগস্ট জেল ভেঙে পালানো আসামিদের মধ্যে এখনও প্রায় ৭০০ জন পলাতক রয়েছে, যাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
জরুরি সেবা উদ্বোধন সম্পর্কে তিনি বলেন, এখন থেকে আসামিদের সঙ্গে সাক্ষাৎ, ফোনে কথা বলা এবং খোঁজ-খবর নেওয়ার জন্য এই সেবায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এছাড়া, জুলাই আন্দোলনে আহতদের চাকরির সুযোগ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
thebgbd.com/NIT