ঢাকা | বঙ্গাব্দ

ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে বাংলাদেশি আটক

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারি, ২০২৫
ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে বাংলাদেশি আটক ফাইল ছবি

পঞ্চগড়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে মো. সবুজ (২৫) নামে বাংলাদেশি যুবককে আটক করেছে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবি। 


রোববার (২৬ জানুয়ারি) রাতে ওই যুবকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ।


এর আগে শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে জেলার সদর থানার ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৫৩/১-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশকালে তাকে হাতে নাতে আটক করে বিজিবি।


বিকেলে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৫৩/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া নামক স্থান দিয়ে সবুজ নামে এক বাংলাদেশিকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি অবৈধভাবে গরু আনতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তিনি জেলার সদর উপজেলাধীন নাককাঠিপাড়া গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।


বিজিবি আরও জানায়, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পঞ্চগড় জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি করা হচ্ছে।


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ ঢাকা পোস্টকে বলেন, বিজিবি সবুজ নামে এক বাংলাদেশিকে আটক করে আমাদের থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে।


thebgbd.com/NIT