ঢাকা | বঙ্গাব্দ

সাজার রায়ের বিরুদ্ধে ইমরান-বুশরা বিবির আপিল

১৭ জানুয়ারি দুর্নীতি মামলায় ইমরান খানের ১৪ ও স্ত্রী বুশরার ৭ বছরের কারাদণ্ড দেন আদালত।
  • অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি, ২০২৫
সাজার রায়ের বিরুদ্ধে ইমরান-বুশরা বিবির আপিল ইমরান খান-বুশরা বিবি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি দুর্নীতি মামলায় নিজেদের সাজার বিরুদ্ধে আপিল করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। সোমবার এ কথা জানিয়েছেন ইমরান খানের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী।


খালিদ ইউসুফ চৌধুরী বলেছেন, ‘আজ (সোমবার, ২৭ জানুয়ারি) আমরা আপিল দাখিল করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে এটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, এরপর শুনানির তারিখ নির্ধারণ করা হবে।’


এর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আলি মোহাম্মদ খান জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলার রায়ের বিরুদ্ধে আপিলের জন্য প্রস্তুত। ১৭ জানুয়ারি এই মামলায় ইমরান খানের ১৪ ও স্ত্রী বুশরার ৭ বছরের কারাদণ্ড দেন আদালত।


সূত্র: দ্য ডন


এসজেড