ঢাকা | বঙ্গাব্দ

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর, যা জানা গেল

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর খবর মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারি, ২০২৫
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর, যা জানা গেল ছবি : সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর খবর মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর প্রচারিত হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তবে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনি সুস্থ আছেন।


ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এ বিষয়ে বলেন, "সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন এবং তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশনপ্রাপ্ত বন্দী হিসেবে রয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলা চলমান।"


ফ্যাক্টচেকার প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারও বিষয়টি যাচাই করে জানায়, সাবেক বিচারপতির মৃত্যুর দাবিটি পুরোপুরি গুজব। তারা অনুসন্ধানে দেখতে পায়, বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত, এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মৃত্যুর খবর বিশ্বস্ত মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু নির্ভরযোগ্য সূত্রে তথ্য না থাকায় এটি একটি ভিত্তিহীন দাবি বলে প্রমাণিত হয়েছে।


উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বিজিবির হাতে আটক হন। এরপর তাকে পুলিশে হস্তান্তর করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে বন্দী রয়েছেন।


কারা কর্তৃপক্ষ এবং ফ্যাক্টচেক প্রতিষ্ঠান সকলকে এ ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি না করতে এবং নিশ্চিত তথ্য ছাড়া কিছু প্রচার না করার আহ্বান জানিয়েছে।


thebgbd.com/NA