দক্ষিণ কোরিয়ার বুসানের গিমহাই বিমানবন্দরে এয়ার বুসানের একটি বিমানের আন্তর্জাতিক উড়ানের ঠিক আগে আকস্মিকভাবে আগুন ধরে যায়। সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপের উদ্ধৃতি দিয়ে ‘নিউইয়র্ক টাইমস’ এ খবর জানায়।
স্থানীয় দমকল বাহিনীর কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বিমানটির গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ আগে বিমানটির লেজে আকস্মিকভাবে আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই বিমানের সকল যাত্রী ও ক্রুদের সরিয়ে নেয়া হয়।
বুসান দমকল বিভাগ জানিয়েছে, ১৬৯ জন যাত্রী এবং ৭ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয় এবং কয়েকজন সামান্য আহত হয়েছেন। স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে. ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে এবং বিমান থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কীভাবে বিমানটিতে আগুন লেগেছে সেসম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
সূত্র: এএফপি
এসজেড