ঢাকা | বঙ্গাব্দ

যেসব বিষয় বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনায় উঠবে

বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠকে নানা বিষয়ে আলোচনা হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৫
যেসব বিষয় বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনায় উঠবে ছবি : সংগৃহীত।

বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে বিগত সময়ে সই হওয়া কিছু চুক্তি বাতিল করার জন্য বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের আলোচনায় অগ্রাধিকার থাকবে। এসব চুক্তির মধ্যে চারটি বর্ডার চুক্তি, রেললাইন ও অন্যান্য অসম চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।


স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ করা, ভারতীয়দের সীমান্তে অবাধ চলাচল সীমিত করা, অভিন্ন নদী সমবণ্টন, এবং ভারতীয় গণমাধ্যমের মিথ্যা সংবাদ প্রচার রোধের বিষয়ে আলোচনা হবে।


এছাড়া, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, বাংলাদেশের স্বার্থে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না এবং সীমান্তে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।


thebgbd.com/NA