ভারতের গুজরাতের এক গ্রামে মায়ের প্রেমিককে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই ভাইকে। তারা ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। মোবাইলের লোকেশনের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। খবর এনডিটিভির।
গুজরাতের গান্ধীনগরের ঘটনা। অভিযুক্তরা হলেন সঞ্জয় এবং জয়েশ ঠাকর। ১৫ বছর তাদের মায়ের সঙ্গে এক ব্যক্তি বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। রতনজি ঠাকর নামের ওই ব্যক্তির উপরে প্রথম থেকেই ক্ষোভ ছিল দুই ভাইয়ের। তাদের মা বিধবা। দুই ভাই মনে করতেন, অন্য এক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মৃত বাবার স্মৃতিকে অসম্মান করেছেন মা। তার প্রেমিককে বার বার সতর্কও করেছে দুই ভাই।
পুলিশ সূত্রে খবর, গ্রামে একটি বাড়ি তৈরির কাজ করছিলেন রতনজি। রোববার সেখানেই তার উপর চড়াও হন দুই ভাই। কাছে থাকা লোহার রড দিয়ে প্রথমে ওই ব্যক্তিকে মারধর করেন। সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে একাধিক কোপ মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যক্তির নাড়িভুঁড়ি বার করে শূন্যে ছুড়ে উল্লাস করেন দুই ভাই। তারপর বাইকে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ আসে এবং দেহ উদ্ধার করে। অভিযুক্তদের মোবাইলের লোকেশন দেখে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তদন্তকারী অফিসার উন্নতি প্যাটেল জানিয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে দীর্ঘ দিন ধরেই ঝামেলা চলছিল দুই ভাইয়ের। গ্রামের লোকেদের হস্তক্ষেপেও তা মেটেনি। দু’জনের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
এসজেড