ঢাকা | বঙ্গাব্দ

নাটোর মহাসড়কে টমেটো ফেলে কৃষকদের প্রতিবাদ

নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাসে মানববন্ধন ও বিক্ষোভ শেষে ১০ মণ টমেটো রাস্তায় ঢেলে প্রতিবাদ জানান তারা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৯ জানুয়ারি, ২০২৫
নাটোর মহাসড়কে টমেটো ফেলে কৃষকদের প্রতিবাদ নাটোরে রাস্তায় টমেটো ফেলে বিক্ষোভ করছেন কৃষকরা।

ফলের পাল্পের ওপর ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে নাটোর ও রাজশাহীর কৃষকরা সড়কে টমেটো ফেলে বিক্ষোভ করেছেন।


বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাসে মানববন্ধন ও বিক্ষোভ শেষে ১০ মণ টমেটো রাস্তায় ঢেলে প্রতিবাদ জানান তারা। পরে প্রায় ২০ মিনিট নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।


কৃষকদের দাবি, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে দেশের দুটি বৃহত্তম কৃষি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রতিদিন প্রায় ৪০০ মেট্রিক টন টমেটো কিনত। কিন্তু ভ্যাট বৃদ্ধির কারণে এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানগুলো টমেটো কেনা বন্ধ রেখেছে। ফলে বাজারে টমেটোর দর নেমে এসেছে মাত্র ২ থেকে ৩ টাকা কেজিতে। এতে উৎপাদন খরচ তো দূরের কথা শ্রমিক খরচও উঠছে না কৃষকদের।

 

রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কৃষক মুন্না বলেন, ‘কৃষি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আমাদের টমেটোর প্রধান ক্রেতা। নাটোরের দুটি প্রতিষ্ঠান প্রতিদিন ২৫০ মেট্রিক টন টমেটো কিনত। যদি তারা দ্রুত টমেটো কেনা শুরু না করে, মৌসুম শেষ হয়ে যাবে। এতে আমাদের বড় ধরনের লোকসান হবে।’

 

নাটোর সদর উপজেলার কৃষক এমদাদুল হক বাচ্চু বলেন, ‘জমিতে ২ থেকে ৩ টাকা কেজি টমেটো কিনছেন ব্যবসায়ীরা। এই দামে বিক্রি করলে শ্রমিক খরচও উঠবে না।’ চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা কৃষক মাহবুব বলেন, ‘প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো টমেটো না কেনায় মাঠেই ফসল নষ্ট হচ্ছে।’

 

কৃষকরা দ্রুত ভ্যাট প্রত্যাহার করে টমেটোর ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, ভ্যাট বৃদ্ধির কারণে টমেটো বাজারে বিপর্যয় দেখা দিয়েছে। যদি দ্রুত ব্যবস্থা নেয়া না হয়, কৃষকরা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন।


thebgbd.com/NIT