ঢাকা | বঙ্গাব্দ

জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ইউএসএইডের প্রাক্তন স্বাস্থ্য প্রধান বলেছেন, এটি বিপর্যয়কর। দানকৃত ওষুধ এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রাখে।
  • অনলাইন ডেস্ক | ২৯ জানুয়ারি, ২০২৫
জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করছে যুক্তরাষ্ট্র ইউএসএইড-কেও ওষুধ দেওয়া হবে না।

বিশ্বের দরিদ্র দেশগুলোতে এইচআইভি, ম্যালেরিয়া এবং যক্ষ্মা রোগের মতো জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি, বিশ্বব্যাপী ইউএসএইড সমর্থিত দেশগুলোতে নবজাতক শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জামও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।


ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ‘দ্য গার্ডিয়ান’কে জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-এর সঙ্গে কাজ করা ঠিকাদার এবং অংশীদাররা অবিলম্বে কাজ বন্ধ করার জন্য এই ধরনের মেমো পাওয়া শুরু করেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন সহায়তা এবং তহবিলের ওপর বৃহত্তর স্থবিরতারই অংশ এই পদক্ষেপ। এ ধরনের একটি মেমো বৃহৎ মার্কিন পরামর্শক সংস্থা কেমোনিক্সের কাছেও গেছে, যারা ইউএসএইডের সঙ্গে বিশ্বব্যাপী বিভিন্ন পরিস্থিতির জন্য ওষুধ সরবরাহের কাজ করে।


ইউএসএইডের একটি সূত্র এবং একজন সাবেক ইউএসএইড কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, ওই মেমোতে সংস্থাটির এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মা এবং সেইসাথে গর্ভনিরোধক এবং মা ও শিশু স্বাস্থ্য সরবরাহ সংক্রান্ত কাজের কথা উল্লেখ করা হয়েছে।


ইউএসএইডের প্রাক্তন স্বাস্থ্য প্রধান বলেছেন, এটি বিপর্যয়কর। দানকৃত ওষুধ এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রাখে। এটিও আজ বন্ধ হয়ে গেছে। তবে কেমোনিক্স এবং ইউএসএইড তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


সূত্র: গার্ডিয়ান


এসজেড