ঢাকা | বঙ্গাব্দ

সংবিধান সংস্কারে ভেনিজুয়েলায় গণবিতর্ক

১৫ ফেব্রুয়ারি থেকে সংবিধান সংস্কার শুরু করতে যাচ্ছেন তার ওপর ভিত্তি করে তিনি একটি গণবিতর্ক আয়োজন করবেন।
  • অনলাইন ডেস্ক | ৩০ জানুয়ারি, ২০২৫
সংবিধান সংস্কারে ভেনিজুয়েলায় গণবিতর্ক নিকোলাস মাদুরো

জালিয়াতির অভিযোগ নিয়ে তৃতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই সংবিধানে পরিবর্তন আনতে শুরু করেন নিকোলাস মাদুরো। এবার তিনি সংবিধান সংস্কারের ওপর একটি ‘গণবিতর্ক’ শুরুর ঘোষণা দিয়েছেন। কারাকাস থেকে এএফপি।

 

১৯৯৯ সালে গৃহীত ভেনিজুয়েলার সংবিধানের একটি ধারা উল্লেখ করে সংসদের একটি অধিবেশনে মাদুরো বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সংবিধান সংস্কার শুরু করতে যাচ্ছেন তার ওপর ভিত্তি করে তিনি একটি গণবিতর্ক আয়োজন করবেন। তিনি জনসাধারণের ক্ষমতাকে সংবিধানে সুনির্দিষ্টভাবে সংহত করতে চান।


মাদুরো দাবি করেছেন, ‘সাংবিধানিক সংস্কারের লক্ষ্য ভেনেজুয়েলার গণতন্ত্রকে আরও বিস্তৃত করা, বলিভারিয়ান সাংবিধানিক মডেলকে নিখুঁত করা এবং ভবিষ্যতের সমাজ গঠন করা।’ তবে সমালোচকরা বলছেন, এই প্রকল্পটি দেশে গণতন্ত্রকে সীমাবদ্ধ করার দিকে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ। আরও ছয় বছরের মেয়াদে শপথ নেওয়ার পাঁচ দিন পর ১৫ জানুয়ারি মাদুরো বর্তমান সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেন।


সূত্র: এএফপি


এসজেড