ঢাকা | বঙ্গাব্দ

আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমা শুরু

শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান উপস্থাপন করবেন।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ জানুয়ারি, ২০২৫
আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমা শুরু ছবি : সংগৃহীত।

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে সূচনা হয়েছে এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের।  


তাবলিগ জামাতের শুরায়ী নিজাম পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে  এবারের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।  


শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান উপস্থাপন করবেন। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল সম্পন্ন হবে। এরপর অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহৎ জুমার নামাজ, যেখানে ইমামতি করবেন মাওলানা জুবায়ের।  


আয়োজকদের মতে, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম ধাপের প্রথম অংশ, যেখানে ৪১ জেলার মুসল্লি ও ঢাকার একটি অংশ অংশ নেবে। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ, যেখানে ২২ জেলার মুসল্লি ও ঢাকার অবশিষ্ট অংশ অংশগ্রহণ করবে।  


প্রথম পর্বের আখেরি মোনাজাত ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।  


এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে বুধবার ও বৃহস্পতিবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হতে শুরু করেছেন। ময়দানের প্রবেশপথগুলোতে মুসল্লিদের স্রোত লক্ষ্য করা যাচ্ছে।



thebgbd.com/NA