তবে ঘন কুয়াশার কারণে নৌ, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, নদীপথের যোগাযোগ ও সড়ক পরিবহন সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
আগামীকাল শনিবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলবে, তবে সারাদেশের তাপমাত্রা প্রায় একই থাকবে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এই সময়ের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুসারে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
thebgbd.com/AR