পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজের ছাত্রী ছিলেন, সেই যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে এ বার সরস্বতীপুজার প্রস্তুতিতে বাধা, এমনকি ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা এবং তার দলবলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায় বৃহস্পতিবার বলেন, ‘এই কলেজে সমস্যা থামছেই না। আদালতের নির্দেশে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। ডিসেম্বরে কলেজে ঢুকতে গিয়ে হেনস্থার মুখে পড়ি। এরপর থেকে শুধু কয়েকটি বৈঠকে যোগ দিয়েছি। এবার তো শিক্ষার্থীরা থানায় ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘একজন শিক্ষার্থী কলেজ থেকে শুরু করে যত বছরে পিএইচডি করে, ওই ছাত্র তত দিন স্নাতক শেষ করেছে। তারপরেও দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে।’
অভিযুক্ত টিএমসিপি নেতা এবং কলেজের প্রাক্তন ছাত্র বলেন, ‘এই কলেজের ছাত্র ছিলাম। ১৭-১৮ বছর সরস্বতীপুজায় উপাস থেকে অঞ্জলি দেই। এগুলো কী করে করব? বরং জানিয়েছি, পুজোয় সহযোগিতা করব।’ তার দাবি, ধর্ষণের কোনও হুমকি দেওয়া হয়নি।
সূত্র: এনডিটিভি
এসজেড