ঢাকা | বঙ্গাব্দ

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

সেহরি ও ইফতারের সময়সূচি ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ ফেব্রুয়ারি, ২০২৫
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ ছবি : সংগৃহীত।

আগামী ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ পালিত হবে এবং চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৬ হিজরি সনের রমজান মাস শুরু হবে ১ বা ২ মার্চ। এই তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন।


২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে। সেহরি শেষ করার সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে এবং ফজরের আজান শুরু হওয়ার সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে নির্ধারণ করা হয়েছে।


ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সূচি অনুযায়ী, ২ মার্চ ঢাকায় প্রথম রমজানে সেহরির শেষ সময় হবে ভোর ৫টা ৪ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে। তবে, দেশের অন্যান্য অঞ্চলের মানুষদের সময়সূচি ঢাকার সময়ের থেকে ৯ মিনিট এগিয়ে বা পিছিয়ে হবে।


ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দেওয়া উচিত এবং সূর্যাস্তের পর ৩ মিনিট অতিরিক্ত সময় দিয়ে ইফতার সময় নির্ধারণ করা হয়েছে।


thebgbd.com/NA