যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র যাচ্ছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, দুই নেতা রোববার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন এবং ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানে অংশ নেবেন।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তিনি যোগ দেবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
thebgbd.com/NIT