ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ার পুনর্গঠনে কাতার সাহায্য করবে

সিরিয়া পুনর্গঠনে বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং আবাসন খাতে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়।
  • অনলাইন ডেস্ক | ০১ ফেব্রুয়ারি, ২০২৫
সিরিয়ার পুনর্গঠনে কাতার সাহায্য করবে আল-থানি ও আল-শারা

সিরিয়ায় আসাদ যুগের অবসানের পর প্রথম আরব নেতা হিসেবে কাতার সফর করছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। তুরস্কের ‘আনাদোলু বার্তা সংস্থা’র উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।


বৈঠকে কাতারের আমির সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। আমির গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশ্বাস দিয়েছেন। সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার কাতারের আমিরকে স্বাগত জানান। 


এ সময় সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বাশির, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাশার আল-আসাদের পতনের পর প্রথম কোনো আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেলেন আল-থানি। বৃহস্পতিবার দামেস্কে পৌঁছে আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন কাতারের আমির। এসময় সিরিয়া পুনর্গঠন, দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর জোর দেন তিনি।


কাতারের আমির বলেন, সিরিয়ার মানুষকে সমর্থন ও সহযোগিতায় সবসময় পাশে থাকবে কাতার। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়া পুনর্গঠনে বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং আবাসন খাতে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়। এরইমধ্যে ১৩ বছর পর নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়ে দামেস্কে পুনরায় খুলেছে কাতার। কাতারের আমিরের এই সফর সিরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে কাতারের ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।


সূত্র: এএফপি


এসজেড